দৈনিক শিক্ষাডটকম, হাবিপ্রবি: গুচ্ছের সি ইউনিটের ভর্তি পরীক্ষায় দুই পা ভাঙ্গা অবস্থায় দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন এক শিক্ষার্থী। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দেশের ২৪টি বিশ্ববিদ্যালয়ে একযোগে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মো. রিয়াদ মাহাবুব নামের ওই শিক্ষার্থী অসুস্থ অবস্থায় পরীক্ষা দেয়ার জন্য অটোতে করে আসেন। এসময় উপস্থিত রেড ক্রিসেন্ট, বিএনসিসি ও রোভার স্কাউট এর সদস্যরা তাকে স্ট্রেচারে করে পরীক্ষা কক্ষে পৌঁছে দেন।
এ বিষয়ে রেড ক্রিসেন্ট দলনেতা আবির চন্দ্র অপু বলেন, আমরা দেখতে পাই অটোতে করে দুই পা ভাঙ্গা এক শিক্ষার্থী পরীক্ষা দিতে এসেছে। এরপর অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন এর সদস্যদের সাথে নিয়ে আমরা তাকে পরীক্ষার রুমে পৌঁছে দেই। অসুস্থ ওই শিক্ষার্থী আমাদের জানিয়েছে ট্রেনের দরজায় বসে থাকা অবস্থায় এক দুর্ঘটনায় তার দুই পা ভেঙে গেছে। এরপর সে তার বাড়িতে চিকিৎসা নিচ্ছে। আজকে পরীক্ষা থাকায় অসুস্থ অবস্থায়ও আমাদের ক্যাম্পাসে পরীক্ষা দিতে এসেছে। আমাদের তরফ থেকে যথাসাধ্য সাহায্য করা হয়েছে।
এদিকে ভর্তিচ্ছু শিক্ষার্থী মাহাবুব বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আচরণে মুগ্ধতা প্রকাশ করেছেন।