জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেছেন, একটা দেশের মহান স্থপতি ও জাতির পিতাকে হত্যা করা, পৃথিবীর সবচেয়ে নিন্দনীয় ন্যক্কারজনক ঘটনা। ২৫ মার্চ রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই প্রথমে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। পরবর্তীতে এ ঘোষণা কেউ বেতারে পাঠ করেন। এসব বিষয়ে আমাদের শিক্ষার্থীদের মাঝে ধোঁয়াশা তৈরি করে রাখা হয়েছিলো। বর্তমান প্রজন্মকে সঠিক ইতিহাস জানতে হবে।
গতকাল মঙ্গলবার মহান বিজয় দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘গৌরবদীপ্ত বিজয়’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপাচার্য আরো বলেন, আমাদের সংবিধানের সমাজতন্ত্র বলতে জাতির পিতা সবার প্রতি ন্যায্যতা বুঝিয়েছেন। বঙ্গবন্ধুই সংবিধানে ধর্মনিরপেক্ষতা অন্তর্ভুক্ত করেছিলেন। রাজনীতিতে কেউ যাতে ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার না করতে পারে- সে বিষয়ে পরিস্কার ছিলেন। অথচ বেশিরভাগ রাজনৈতিক দল ধর্মকেই ব্যবহার করে থাকে। বর্তমান প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন মানবিক দৃষ্টিকোণ থেকে, ধর্মীয় কোনো বিষয়ই এখানে উল্লেখ নেই।
অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ যাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মফিদুল হক। বিশেষ অতিথির হিসেবে অনুষ্ঠানে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. হুমায়ূন কবীর চৌধুরী। আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন কলা অনুষদের ডিন ও অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হোসনে আরা বেগম।