দৈনিক শিক্ষাডটকম, ঢাবি : স্মার্ট বাংলাদেশের স্মার্ট ছাত্র রাজনীতি উপহার দেয়ার মাধ্যমে মডেল প্ল্যাটফর্ম হিসেবে বুয়েটকে পেতে চায় ছাত্রলীগ। পাশাপাশি এ ধারায় রাজনীতি করতে প্রগতিশীল সব ছাত্র সংগঠনকে আমন্ত্রণ জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (২ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ ছাত্রলীগ প্রগতিশীল সব ছাত্র সংগঠনের প্রতি আহ্বান জানচ্ছি, আসুন, প্রথাগত ধারা বাদ দিয়ে আধুনিক উন্নত ছাত্ররাজনীতি শুরু করুন বুয়েট থেকেই।
বুয়েটে নতুন ছাত্ররাজনীতির ধারা কেমন হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সাদ্দাম হোসেন বলেন, আমরা বুয়েট শিক্ষার্থীদের মতামত নিবো।
তাদের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে আমরা কমিটি গঠনসহ পরবর্তী সাংগঠনিক পদক্ষেপ নিবো।
এ সময় ছাত্রলীগের নতুন কর্মসূচির ঘোষণা করা হয়। কর্মসূচিগুলো হলো-
১. ইমতিয়াজ হোসেন রাহিম রাব্বীর আবাসিক হল ফিরিয়ে দেয়ার লক্ষ্যে বুয়েট শহীদ মিনারে অবস্থান কর্মসূচি।
২. আধুনিক, স্মার্ট, পলিসি নির্ভর নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি প্রতিষ্ঠার কর্মপরিকল্পনা নির্ধারণে বুয়েট শিক্ষার্থীদের সঙ্গে মতামত আহ্বান ও আলোচনা।
৩. সাম্প্রদায়িক-মৌলবাদী-জঙ্গি কালোছায়া থেকে বুয়েটকে মুক্ত করতে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব আয়োজন।
৪. বুয়েটে ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে প্রশাসনের সঙ্গে আলোচনা।