সড়কে ঝরে পড়া মিমের পরীক্ষার আসনে ফুলের তোড়া - দৈনিকশিক্ষা

সড়কে ঝরে পড়া মিমের পরীক্ষার আসনে ফুলের তোড়া

দৈনিক শিক্ষাডটকম, বরিশাল |

‘মিমহীন আরেকটি চূড়ান্ত পরীক্ষা শেষ হলো! তার জন্য বরাদ্দকৃত খাতাটি পড়ে রইলো শেষ অবধি! যতোক্ষণ ডিউটি দিচ্ছি, নিষ্পাপ সেই মুখটি বারবার মনে ভেসে উঠছে। আল্লাহ মিমকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত করুন।’ 

মঙ্গলবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের নিহত ছাত্রী মায়েশা ফওজিয়া মিমের স্মৃতিচারণে এমন আক্ষেপ প্রকাশ করে দোয়া করেছেন তারই (মিম) শিক্ষক মো. আইয়ুব আলী। 

গত ৩০ অক্টোবরে বেপরোয়া বাসের ধাক্কায় নিহত হন পরিসংখ্যান বিভাগের প্রথমবর্ষের শিক্ষার্থী মায়েশা ফওজিয়া মিম। এর একদিন আগে অর্থাৎ ২৯ অক্টোবর থেকে শুরু হয় তার প্রথমবর্ষের চূড়ান্ত পরীক্ষা। প্রথমটিতে অংশগ্রহণ করতে পারলেও দ্বিতীয় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি তিনি। ঘাতক বাস তার আগেই প্রাণ কেড়ে নেয় মিমের। 

মঙ্গলবার মিমের দ্বিতীয় পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় পরীক্ষার কোর্স ছিলো ‘হিস্ট্রি অব দ্য ইমার্জেন্স অফ ইনডিপেনডেন্ট বাংলাদেশ’। আগের মতোই ছিলো ফওজিয়া মিমের পরীক্ষার আসন বরাদ্দ, তবে ছিলেন না শুধু মিম। আসনজুড়ে রয়েছে তার শূন্যতা। কক্ষে তার স্থানে আসনটি খালি অবস্থায় ছিলো, যেখান তার স্মৃতিতে একটি ফুলের তোড়া ও বরাদ্দকৃত পরীক্ষার উত্তরপত্র ছিলো। ফুলের তোড়ায় লেখা ছিলো ‘মৃত্যু তোমায় কেড়ে নিতে পারে কিন্তু স্মৃতিতে তুমি চিরকাল অমর থাকবে।’ সহপাঠী ও শিক্ষকেরা এমন শূন্যতার আসন খালি দেখে বারবার তাকে স্মরণ করে আবেগে ভেঙে পড়েন। 

নিহত ফওজিয়া মিমের সহপাঠী জাহিদ হাসান জানান, তার সঙ্গে পরীক্ষা দিলাম সেদিন। আজ সে নেই ভাবতে বুকটা ফেটে যাচ্ছে। মনটা ভারি হয়ে উঠেছে। প্রথম পরীক্ষা তিনি দিয়েছিলেন,পরেরটা আর দিতে পারলেন না। একটা জীবন্ত প্রদীপ হঠাৎ নিভে গেলো ভাবতেও পারছি না। পরীক্ষা দিয়েছি আর তার শূন্যতা অনুভব করেছি। মনে রক্তখরণ হচ্ছে। আল্লাহ তাকে ভালো রাখুন, এ দোয়া করি। 

মিমের শিক্ষক আহসানুল হক জানান, মিম আমাদের বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। মিমের দ্বিতীয় পরীক্ষা ছিলো কিন্তু তিনি আমাদের মাঝে নেই। তার চেহারাটি বারবার ভেসে উঠছে। তিনি আমার সন্তানের মতো, সন্তান হারানো কষ্টের। পরীক্ষা শেষে আমাদের বিভাগ থেকে তার জন্য মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছি। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন।

এমপিওভুক্তির নতুন আদেশ জারি - dainik shiksha এমপিওভুক্তির নতুন আদেশ জারি জবিতে ভর্তির প্রাথমিক আবেদন শুরু ১ ডিসেম্বর - dainik shiksha জবিতে ভর্তির প্রাথমিক আবেদন শুরু ১ ডিসেম্বর শিক্ষা প্রশাসনে বড় বদলি - dainik shiksha শিক্ষা প্রশাসনে বড় বদলি কুবির বঙ্গবন্ধু হল ও শেখ হাসিনা হলের নাম পরিবর্তন - dainik shiksha কুবির বঙ্গবন্ধু হল ও শেখ হাসিনা হলের নাম পরিবর্তন ডিআইএ পরিচালক কাজী কাইয়ুম শিশিরকে বদলি - dainik shiksha ডিআইএ পরিচালক কাজী কাইয়ুম শিশিরকে বদলি সব শিক্ষাপ্রতিষ্ঠানে আন্দোলনে শহীদদের স্মরণসভা - dainik shiksha সব শিক্ষাপ্রতিষ্ঠানে আন্দোলনে শহীদদের স্মরণসভা সরকারি কলেজ প্রদর্শকদের পদোন্নতির খসড়া প্রকাশ - dainik shiksha সরকারি কলেজ প্রদর্শকদের পদোন্নতির খসড়া প্রকাশ এমপিওভুক্ত হচ্ছেন আরো ১১ হাজার শিক্ষক - dainik shiksha এমপিওভুক্ত হচ্ছেন আরো ১১ হাজার শিক্ষক পঞ্চমে ফিরছে বৃত্তি পরীক্ষা, বার্ষিকে ৪ স্তরে মূল্যায়ন - dainik shiksha পঞ্চমে ফিরছে বৃত্তি পরীক্ষা, বার্ষিকে ৪ স্তরে মূল্যায়ন কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0042688846588135