কুড়িগ্রাম শহরের সরকারি কলেজ সংলগ্ন তালতলা এলাকায় ইটবোঝাই ট্রলির চাকার নিচে পড়ে মোটরসাইকেলের চালক এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরও এক কলেজ ছাত্র। শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লতিফুর রহমান উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের আব্দুল ওহাবের পুত্র। সে কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী। আহত কলেজছাত্র আহসান হাবিবকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়,কুড়িগ্রাম-২২বিজিবি ক্যাম্পের পূর্ব গেটের পাশে তালতলা এলাকায় লতিফুর রহমান ও আহসান হাবিব নামের দুই বন্ধু মোটরসাইকেলে করে শহরের দিকে যাচ্ছিলেন। এসময় কুড়িগ্রাম সরকারী কলেজের পূর্ব পাশ থেকে তালতলাগামী একটি ইট বোঝাই ট্রলিকে ওভারটেক করতে গিয়ে একটি বাইসাইকেলকে সাইড দিতে গিয়ে পড়ে যান তারা। এসময় ট্রলির চাকা মোটরসাইকেল ও চালকসহ অপর আরোহীর ওপরে উঠে গেলে লতিফুর রহমান ও আহসান হাবিব দু’জনেই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের দু’জনকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসাপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক লতিফুর রহমানকে মৃত ঘোষণা করে এবং আহসান হাবিবকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আহত আহসান হাবিব লতিফুর রহমানের বন্ধু। তবে সে কোন কলেজের ছাত্র তা জানাতে পারেনি পুলিশ।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক শিক্ষাডটকমকে বলেন, নিহত লতিফুর রহমান পরিচয় পাওয়া গেছে। কিন্তু এখনো আহত আহসান হাবিবের পরিচয় পাওয়া যায়নি।