নেত্রকোনার কেন্দুয়ায় সড়ক দুর্ঘটনায় এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা কান্দিউরা ইউনিয়নের তেতুলিয়া-পালড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শান (৭) তেতুলিয়া গ্রামের রাজমিস্ত্রী বাবুল মিয়ার ছেলে। সে তেতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিলো।
স্থানীয়রা জানান, বিকেলে তেতুলিয়া-পালড়া সড়কে চলা একটি হ্যান্ডট্রলির পেছনে পেছনে সাইকেল চালাচ্ছিলেন শিশু শিক্ষার্থী শান (৭) ও তার এক সহপাঠী হাফিজুর রহমান (৯)। এসময় হাফিজুর সাইকেল চালাচ্ছিলেন আর পেছনে বসে ছিলেন শান। হ্যান্ডট্রলি ব্রেক কষলে শিশু শিক্ষার্থীরা তাদের সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে যায়। সাইকেলের পেছনে বসে থাকা শিশু শিক্ষার্থী শান হ্যান্ডট্রলির সঙ্গে ধাক্কা লেগে মাথায় মারাত্মক আঘাত পায়। তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসা নূরজাহান পারভীন লিজা তাকে মৃত ঘোষণা করেন ।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মাহাবুব আলম বাবুল সড়ক দুর্ঘটনায় শিশু শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি দৈনিক শিক্ষাডটকমকে নিশ্চিত করেছেন।
সড়ক দুর্ঘটনার খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশের সাবইন্সপেক্টর মোহাম্মদ আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি দৈনিক শিক্ষাডটকমকে জানান, আমরা নিহতের লাশ থানায় নিয়ে এসেছি। ট্রলি ড্রাইভার অন্তর মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। নিহতের অভিভাবকের সিদ্ধান্তেই পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।