কুড়িগ্রামে হঠাৎ লোকালয়ে চলে এসেছে দুটি বানর। তারা কোথা থেকে এসেছে জানে না কেউই। বানর দুটি দেখে ভয় ও আতঙ্কে আছে এলাকাবাসী। অন্যদিকে টিনের চাল, ঘরের সানসেট, গাছের ডাল দাপিয়ে বেড়ানো বানর দুটিকে দেখতে উৎসুক জনতার ভীড় করছে।
শুক্রবার সকালে কুড়িগ্রাম পৌর শহরের পলাশবাড়ীর পাঠান এলাকায় বানর দুটি দেখে এলাকাবাসী।
স্থানীয় আলমগীর হোসেন দৈনিক শিক্ষাডটকমকে বলেন, সকালে হঠাৎ আমার সুপারি বাগানে পাশাপাশি দুটি বানর চোখে পড়ে। বিভিন্ন গাছে পাতা ধরে টিনের চালে হাটাহাটি করছে। কখনো ঘরের সানসেটে বসে থাকছে। এর আগে বানর দুটি আমাদের চোখে পড়েনি। বানর দেখতে অনেক লোক জড়ো হয়েছে। কেউ বানর আতঙ্কে আছে। তবে এখন পর্যন্ত বানর দুটি কারো ক্ষতি করেনি। এরপরেও আমরা কুড়িগ্রাম বন বিভাগের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য।
মো. আদনান সিয়াম দৈনিক শিক্ষাডটকমকে বলেন,আমি টিভিতে, চিড়িয়াখানায় বানর দেখছি। বানরের খেলা দেখেছি। তবে খোলামেলা পরিবেশ টিনের চাল থেকে গাছে, গাছ থেকে ঘরে সানসেটে দৌড়াদৌড়ি করা বানরের কাণ্ড আগে দেখিনি।
কুড়িগ্রাম জেলার সহকারী বন সংরক্ষক মোহাম্মদ রাশিদ আরিফ দৈনিক শিক্ষাডটকমকে বলেন, কুড়িগ্রামে আশে পাশে বড় বন না থাকায় এ অঞ্চলে বানর আসার সুযোগ নেই। তবে সীমান্ত পেরিয়ে ফলের ট্রাকে ফল খাওয়ার লোভে আসতে পারে। এ বানরগুলো কোথাও স্থির থাকে না। একটু পর পর স্থান বদল করে। আমরা বিষয়টি দেখছি।