হরতাল-অবরোধের বিরুদ্ধে মানববন্ধন করেছে রাজধানীর বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২১ নভেম্বর) বেলা ১১টা থেকে ১২টার মধ্যে রাজধানীর বেশ কয়েকটি জায়গায় একযোগে মাঠে নামে তারা। এই মানববন্ধনে অংশ নেয় ১৫টি স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। এর মধ্যে কোনো স্কুল/কলেজ প্রতিষ্ঠানের সামনে আবার কেউ প্রতিষ্ঠান সংলগ্ন মূল সড়কের পাশে মানববন্ধনে দাঁড়িয়েছে।
এ সময় শিক্ষার্থীদের হাতে 'আমরা ক্লাস করতে চাই', 'সময়মতো পরীক্ষা দিতে চাই', 'নিরাপদ শিক্ষা জীবন চাই', 'শিক্ষার সুষ্ঠু পরিবেশ চাই' ইত্যাদি প্ল্যাকার্ড দেখা গেছে।
মানববন্ধনের বিষয়ে জানতে চাইলে তেজগাঁও মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক জামাল উদ্দিন বলেন, ‘করোনার কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় যে ঘাটতি হয়েছে, তা পূরণে আমরা হিমশিম খাচ্ছি। এই মুহূর্তে আমরা শিক্ষার সুষ্ঠু পরিবেশ চাই। নির্ভয়ে শিক্ষার্থীরা ক্লাসে থাকতে চায়, নিরাপদে পরীক্ষা দিতে চায়। রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের এই আহ্বান থাকবে।’
প্রসঙ্গত, মানববন্ধনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো হলো- নাজনীন স্কুল এন্ড কলেজ, রাজধানী স্কুল, শেরে বাংলা নগর আদর্শ মহিলা কলেজ, তেজগাঁও মহিল কলেজ, প্রভাতী উচ্চ বিদ্যালয়, ইস্পাহানী স্কুল এন্ড কলেজ, নজরুল স্কুল, বিটিসিএল স্কুল, শেরে বাংলা স্কুল এন্ড কলেজ, শাহানুর মডেল হাই স্কুল, বিজি প্রেস হাই স্কুল, তেজগাঁও আদর্শ স্কুল এন্ড কলেজ, নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয়, তেজগাঁও মডেল হাই স্কুল এবং তেজগাঁও কলেজ।