উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাটহাজারী সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক জাহিদ মাহমুদ। এর আগে তিনি ফেনীর সরকারি জিয়া মহিলা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন।
গতকাল মঙ্গলবার তিনি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে থাকা উপাধ্যক্ষ গুল মোহাম্মদের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে গত ১৪ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ তাকে হাটহাজারী সরকারি কলেজের নতুন অধ্যক্ষ পদে পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করে।
অধ্যাপক জাহিদ মাহমুদ হাটহাজারী সরকারি কলেজে অধ্যক্ষ পদে যোগদান করায় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।
অধ্যাপক জাহিদ মাহমুদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ১৬তম বিসিএস (সাধারণ শিক্ষা) এ উত্তীর্ণ হয়ে ১৯৯৬ খ্রিষ্টাব্দে রাঙ্গামাটি সরকারি কলেজে সমাজবিজ্ঞান বিভাগে প্রভাষক পদে কর্মজীবন শুরু করেন। পরে সরকারি চারুকলা কলেজ ও চট্টগ্রাম সরকারি কলেজে সমাজবিজ্ঞান বিভাগে কর্মরত ছিলেন। কর্মজীবনের সুবাদে দীর্ঘদিন তিনি বন্দর নগরীতে বসবাস করে আসছেন। তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলার ২নং হিংগুলী ইউনিয়নের বাসিন্দা। তাঁর বাবার নাম শামসুল হক ভূঁইয়া।
অধ্যক্ষ প্রফেসর জাহিদ মাহমুদ দৈনিক শিক্ষাডটকমকে বলেন, উত্তর চট্টলার অন্যতম বিদ্যাপীঠ হাটহাজারী সরকারি কলেজ একটি ঐতিহ্যবাহী কলেজ। কলেজের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কাজে আমি সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি। পাশাপাশি সুনামের সঙ্গে দীর্ঘদিন ধরে ঐতিহ্য ধরে রাখা এই কলেজটি একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।