ঝালকাঠিতে কারাগারে থাকা রাজনৈতিক মামলার এক আসামি দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকালে তাকে মুক্তি দেওয়া হয়। জানাজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। জানাজার সময় ওই আসামির হাতে হাতকড়া পরানো ছিল।
প্যারোলে মুক্তি পাওয়া ওই ছাত্রদলনেতার নাম সিদ্দিকুর রহমান। সে ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের সুগন্ধিয়া গ্রামের মোকছেদ আলীর ছেলে। সিদ্দিকুর রহমান ইউনিয়ন ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। সে আগামীতে ছাত্রদলের ইউনিয়ন কমিটির সভাপতি পদে প্রার্থী হওয়ার কথা রয়েছে। সিদ্দিকুর বরিশাল বিএম কলেজের ছাত্র।
জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি ঝালকাঠিতে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশের দায়েরকৃত মামলার ৮ নম্বর আসামি সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এর পর থেকে সে ঝালকাঠি জেলা কারাগারে কারান্তরীণ ছিলেন। বুধবার বিকালে তার বাবা মোকছেদ আলী
হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বাবার জানাজায় অংশ নেওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে প্যারোলে মুক্তির আবেদন করেন সিদ্দিকুরের ভাই মিজানুর রহমান। বৃহস্পতিবার বিকালে দুই ঘণ্টার জন্য তাকে মুক্তি দেওয়া হয়। এর পর বিকাল ৫টায় সিদ্দিকুর রহমান হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় বাবার জানাজায় অংশ নেয়। জানাজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
সিদ্দিুকুর রহমানের ভাই মিজানুর রহমান জানান, আমার ভাই বিএনপির কর্মসূচিতে অংশ নিলেও পুলিশের ওপর হামলার ঘটনায় সিদ্দকুর জড়িত ছিল না। আমাদের পরিবারের ছোট ভাই সিদ্দিকুরের গ্রেপ্তারে পর থেকেই বাবা অসুস্থ হয়ে পড়েন।
ঝালকাঠি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফারাহ্ গুল নিঝুম বলেন, আসামি সিদ্দিকুর রহমানের বাবার জানাজায় অংশ নেওয়ার জন্য তার ভাইয়ের আবদনের পরিপ্রেক্ষিতে তাকে দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। জানাজা শেষে তাকে আবার কারাগারে নেওয়া হয়েছে।