দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : রাজধানীর হাতিরঝিলের একটি বাসা থেকে মো. ইউসুফ চৌধুরী (২৫) নামে একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইউসুফ ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।
শনিবার (৯ মার্চ) এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের মামা আল আমিন বলেন, গতরাতে আমার দুলাভাই, বোন ও তাদের ছোট ছেলেকে নিয়ে শপিংমলে যান। রাতে বাসায় ফিরে ঘরের দরজা বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ পান না তারা। পরে আশপাশের লোক ডেকে দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখেন- আমার ভাগ্নে গলায় রশি পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আছে।
তিনি বলেন, পুলিশের সহযোগিতায় আমার ভাগ্নেকে নামিয়ে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভাগ্নে বেশ কিছুদিন ধরে হতাশায় ভুগছিল। কয়েকদিন পরেই তার মাস্টার্সের ফল বের হওয়ার কথা। সে পড়াশোনায় খুব ভালো ছিল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।