দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : রাজধানীর এলিফ্যান্ট রোডে হাতিরপুল বাজারে একটি ছয়তলা ভবনে আগুন লেগেছে। রাজ কমপ্লেক্স নামের ওই ভবনের দ্বিতীয় তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। এছাড়া নৌবাহিনীর সদস্যরাও যোগ দিয়েছেন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সন্ধ্যা ৬টা ৪ মিনিটে আগুন লাগার খবর আসে। ফায়ার সার্ভিসের ১ম ইউনিট ৬টা ১৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আরও ছয়টি ইউনিট যোগ দিয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ভবনের ছাদ থেকে ৪ জনকে উদ্ধার করা হয়েছে।
আইএসপিআর থেকে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা যোগ দিয়েছেন।
প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি। আগুনের খবরে ঘটনাস্থলে উৎসুক জনতা ভিড় করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের ভেতরে আগুন জ্বলছে। দ্বিতীয় তলার জানালার কাঁচ ভাঙার পর ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে।