দৈনিক শিক্ষাডটকম, হাবিপ্রবি : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে কর্মকর্তাদের জন্য ‘ডি-নথি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষ’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ইসিই বিভাগের কম্পিউটার ল্যাবরেটরি রুমে উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভিসি প্রফেসর ড. এম. কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন আইটি সেলের কো-অর্ডিনেটর প্রফেসর মো. মেহেদী ইসলাম। সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. শাহ্ মইনুর রহমান। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইটি সেলের প্রোগ্রামার জনাব মো. আবু হেনা মোস্তফা কামাল ও কম্পিউটার প্রোগ্রামার জনাব মো. আতিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ভিসি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘদিন লড়াই, সংগ্রাম, জেল, জুলুম, ও নির্যাতন সহ্য করে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন। জাতির পিতার যে স্বপ্ন ছিলো প্রথমত একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করা এবং স্বাধীনতা পরবর্তী সময়ে সোনার বাংলা প্রতিষ্ঠা করা। বঙ্গবন্ধুর স্বপ্নের সেই সোনার বাংলা বিনির্মাণে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০০৯ খ্রিষ্টাব্দে শেখ হাসিনা দ্বিতীয়বার সরকার গঠনের পরই শুদ্ধাচারের তথা রাষ্ট্রীয় শাসনব্যবস্থাকে কতটা স্বচ্ছ করা যায় সেটি নিয়ে তিনি কাজ করছেন।
তিনি বলেন, আপনারা জানেন, প্রথম যে ৫ টি বিশ্ববিদ্যালয় ডি-নথিতে প্রবেশ করেছে তার মধ্যে হাবিপ্রবি একটি। এটি আমাদের জন্য গর্বের।