দৈনিক শিক্ষাডটকম, হাবিপ্রবি : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্প্রতিবার (১৪ ডিসেম্বর) সূর্যোদয়ের পরে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনমিত) এবং ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করেন।
এরপর দায়িত্বপ্রাপ্ত উপাচার্য পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. ফাহিমা খানম শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মো. মাহাবুব হোসেনসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী।
পরে ধারাবাহিকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন অনুষদের ডিন, প্রগতিশীল শিক্ষক ফোরাম, মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী গণতান্ত্রিক শিক্ষক পরিষদ, জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ, সাদা দল, বঙ্গবন্ধু পরিষদ, হল সুপার কাউন্সিল, প্রগতিশীল কর্মকর্তা পরিষদ, বাংলাদেশ ছাত্রলীগ, হাবিপ্রবি শাখা, প্রগতিশীল কর্মচারী পরিষদসহ বিভিন্ন সংগঠন।
এ ছাড়াও বাদ জোহর কেন্দ্রীয় মসজিদে শহীদ বুদ্ধিজীবীদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।