পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ছুটি ঘোষণা করা হয়েছে। এতে শবে কদর ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মোট ১৮ দিন ক্যাম্পাস বন্ধ থাকছে। ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুর রহমান।
রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুর রহমান বলেন, শুক্রবার (১৪ এপ্রিল) থেকে বিশ্ববিদ্যালয়ের ঈদুল ফিতরের ছুটি ঘোষণা করা হয়েছে। যার কারণে বিশ্ববিদ্যালয়ের ক্লাশ পরীক্ষা সব বন্ধ থাকবে। ছুটি ১ মে পর্যন্ত চলমান থাকবে।
এ সময় ছুটি শেষে ২ এপ্রিল থেকে যথারীতি ক্লাশ পরীক্ষা ও দাপ্তরিক কাৰ্যক্ৰম পুনরায় চালু হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর মধ্যে ছাত্রী হলগুলো বন্ধ থাকলেও ছাত্ৰ আবাসিক হলগুলো খোলা থাকবে ।