আন্দোলনকারীদের চিকিৎসায় প্রাইভেট হাসপাতালগুলো অপ্রত্যাশিত বিল করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। শনিবার (১৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এমনটি লেখেন।
সারজিস ওই পোস্টে লেখেন, ‘আন্দোলনকারীদের জন্য সরকার থেকে প্রাইভেট হসপিটালগুলোতে বিল মওকুফের অথবা ন্যূনতম শুধু মেডিসিন বিল নেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে৷ কোনো প্রাইভেট হসপিটাল পূর্বের মতো চোরের ন্যায় বিল করলে বা অপ্রত্যাশিত আচরণ করলে ইন্সট্যান্ট জানাবেন ৷ আমরা সরাসরি ডিল করব ৷’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। কোটা সংস্কার আন্দোলনে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাঁদের মধ্যে অন্যতম তিনি।
গত ৫ আগস্ট গণআন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে দেশ ছাড়েন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে তাঁর টানা সাড়ে ১৫ বছরের শাসনের অবসান হয়। শেখ হাসিনার দেশত্যাগের পর পরই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এরপরেও প্রতিবিপ্লব ঠেকাতে বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে আছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।