বাগেরহাট জেলার শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে নানা কর্মসূচির মধ্য দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) শুরুতেই শোকের প্রতীক কালো ব্যাজ ধারণ করে। এরপর জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯টায় সকল শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে এক শোক-র্যালি অনুষ্ঠিত হয়।
এরপর কলেজটির অধ্যক্ষ বটু গোপাল দাসে’র সভাপতিত্বে শোকাবহ দিনের স্মরণে ‘আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান’ এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি এবং রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অধ্যক্ষ বটু গোপাল দাসে বক্তব্যের শুরুতে ১৯৭৫ খ্রিষ্টাব্দের ১৫ আগস্ট শাহাদাত-বরণকারী সকলকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি তার বক্তব্যে বঙ্গবন্ধুর নীতি-আদর্শ অনুসরণ করার উপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন এবং সবাইকে জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করার মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন প্রভাষক শেখ মাহবুবা ফেরদৌসী, নাজমা খানম। ছাত্র-ছাত্রীদের মধ্যে কবিতা আবৃত্তি করেন একাদশ শ্রেণির ছাত্রী সুরাইয়া আক্তার। শোক দিবসের অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন সহকারী অধ্যাপক মো. হোসাইন সাইদীন।