অবৈধভাবে দখলে থাকা এক একর (খাস জায়গা) সরকারি সম্পত্তি দখলদারদের থেকে উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন।
আজ সোমবার ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নেতৃত্বে লালবাগ রাজস্ব সার্কেলের রাজ মুশুরী মৌজায় প্রায় ১০০ কোটি টাকা মূল্যের এই খাস সম্পত্তি উদ্ধার করা হয়।
জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১২ খ্রিষ্টাব্দে উল্লিখিত এক একর জায়গা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের অনুকূলে বরাদ্দ প্রদান করেন। স্থানীয় প্রভাবশালী মহল অবৈধভাবে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের বরাদ্দপ্রাপ্ত জায়গা এতদিন ভোগদখল করে আসছিল।
এদিকে, ঢাকা জেলা প্রশাসকের উপস্থিতিতে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মহাসচিব কে.এম শহিদ উল্যার নিকট দখল হস্তান্তর করেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিবলী সাদিক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মমতাজ বেগম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ. কে. এম. হেদায়েতুল ইসলাম, রেভিনিউ ডেপুটি কালেক্টর জনাব মামনুন আহমেদ অনীক, লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শেখ মো. মামুনুর রশীদ, সিনিয়র সহকারী কমিশনার সাখাওয়াত জামিল সৈকত, হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু: আহাদ আলীসহ শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মহাসচিবের নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।