সহিংসতা সামলাতে জারি করা কারফিউ আজ সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রাজধানী এর আশেপাশে শিথিল থাকবে। তবে কমপ্লিট শাটডাউনের সহিংসতায় জড়িতদের গ্রেফতার অব্যাহত রাখবে আইন-শৃঙ্খলা বাহিনী। গত তিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় দায়ের হওয়া বেশ কয়েকটি নাশকতার মামলায় এই গ্রেফতার অভিযান চালানো হচ্ছে। এই অভিযানে এরই মধ্যে প্রায় দেড় হাজার আসামি ও সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
গত তিন দিনে ফেনীতে বিএনপি ও জামায়াতের ৬৩, চট্টগ্রামে ৩২৭, কক্সবাজারে ১২, খুলনায় ১২৪ জনকে আটক করা হয়েছে। কুমিল্লায় বিএনপি নেতা তোফায়েল আহমেদ ও জামায়াত নেতা মাছুম বিল্লাহসহ ২৮ জনকে আটক করা হয়েছে। এছাড়া বরিশালে ৫৬ জন ও পঞ্চগড়ে ৪১ জনকে আটক করা হয়েছে।
এদিকে ঢাকায় বিএনপিনেতা সাইফুল আলম নীরবসহ ৬০১ জনকে আটক করা হয়েছে তিন দিনে। মহাখালীর ডাটা সেন্টার ও মিরপুরের মেট্রোরেলে হামলার মামলায় গণঅধিকার পরিষদ নেতা তারেক রহমানসহ ৪ জনকে আটক করেছে র্যাব। ময়মনসিংহে বিএনপি নেতা একেএম শফিকুল ইসলাম, আনোয়ারা হোসেনসহ ৫৫ জনকে আটক করা হয়েছে। নারায়ণগঞ্জে আটক করা হয়েছে ১১ জনকে। এই গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।