গ্র্যান্ড মাস্টার মাসুতাতসু (মাস) ওয়ামার জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশে ১২তম খিউকুশিন কারাতে ‘জাতীয় প্রতিযোগিতা-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ খিউকুশিন কারাতে একাডেমীর উদ্যোগে এবং বাংলাদেশ খিউকুশিন কারাতে এসোসিয়েশনের তত্ত্বাবধানে ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, লেগে থাকলে যেকোন কাজে সফলতা আসতে বাধ্য। বর্তমানে স্ক্রিনের যুগে এ ধরনের এক্সট্রিম স্পোর্টসেরর আয়োজনের প্রশংসা করেন তিনি।
এ সময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপুসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। প্রতিযোগিতায় শিশু বিভাগে রিয়াদুজ্জামান আনহার, মূসা আবদুল্লাহ, আয়ান রেজা আওলাদ। বালক বিভাগে জয়িন মারুফ খান, ঈসা আবদুল্লাহ, ওয়াহিদুজ্জামান সাদমান। বালিকা বিভাগে ইনায় ইমাম হাজ্জাজ, মেহের আফরিন ইন্নি, আয়মান দারা নয়নতারা। মহিলা (ওপেন) বিভাগে শ্রাবস্তী দাশ, বনলতা রহমান, আসফি মেহজাবিন এবং পুরুষ (ওপেন) বিভাগে ম্যাথিউ রিকি, জাহিদুজ্জামান শিহাব, শাহরিয়ার রাহমান যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে জায়গা দখল করে নেয়।
প্রসঙ্গত, ২০০৩ খ্রিষ্টাব্দ থেকে বাংলাদেশে নিয়মিত এই প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়ে আসছে। এ বছর দেশের ১৫টি জেলা এবং ২টি উপজেলা হতে এই বছর ৭ থেকে ৪০ বছর বয়সের শিশু, বালক, বালিকা, মহিলা (ওপেন) ও পুরুষ (ওপেন) ৫ টি বিভাগে মোট ৪৯ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেন।