দৈনিকশিক্ষাডটকম, বাকৃবি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষা কার্যক্রম শুরু হবে আগামী ১৭ জানুয়ারি। বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রথম বর্ষের ক্লাস শুরুর বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ১৪, ১৫ এবং ১৬ জানুয়ারি নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনের (নবীনবরণ) জন্য নির্ধারণ করা হয়েছে। আর ১৭ জানুয়ারি থেকে তাদের ক্লাস শুরু হবে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট গুচ্ছভুক্ত আটটি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর ফলাফল প্রকাশিত হয় ৯ আগস্ট।