আগামী ১ জানুয়ারি সারাদেশের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হবে। পাঠ্যপুস্তক উৎসব দিবস হিসেবে এ দিনটি উদযাপিত হবে। ১ জানুয়ারি সব স্কুলে পাঠ্যপুস্তক উৎসব আয়োজনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। পাঠ্যপুস্তক উৎসব দিবসের অনুষ্ঠান সুষ্ঠু ও সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে আয়োজন করতে প্রতিষ্ঠান প্রধান ও মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের বলা হয়েছে।
মঙ্গলবার অধিদপ্তর থেকে এ নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়েছে। আদেশটি সব সরকারি-বেসরকারি স্কুলের প্রধন শিক্ষক ও মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের পাঠানো হয়েছে।
অধিদপ্তরের মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক মোহাম্মদ বেলাল হোসাইন স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, ২০২৩ শিক্ষাবর্ষে সারাদেশের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক বিতরণে ১ জানুয়ারি পাঠ্যপুস্তব উৎসব দিবস উদযাপন করা হবে। মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যপুস্তক উৎসব দিবস অনুষ্ঠান সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইবে নির্দেশ দেয়া হলো।
জানা গেছে, আগামী ৩১ ডিসেম্বর পাঠ্যপুস্তক উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন তিনি কয়েকজন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেবেন।
আর ১ জানুয়ারি কেন্দ্রীয়ভাবে ও সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যপুস্তক উৎসব উদযাপন করা হবে। মাঠ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নতুন পাঠ্যবই যাচ্ছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।