দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৩২ হাজার টাকায় নিলাম হওয়া একটি প্রাইমারি স্কুল ভবন পুনর্নিলামে প্রায় আড়াই লাখ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া পুনর্নিলামে আরও দুটি ভবন আগের নিলামের চেয়ে ৬-৭ গুণ বেশি দামে বিক্রি হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রকাশ্যে নিলাম ডাক হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া খাতুন নিলাম ডাক পরিচালনা করেন।
এর আগে গত ১ ফেব্রুয়ারি উপজেলা শিক্ষা কমিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আটটি পুরাতন ভবন নামমাত্র দরে নিলামে বিক্রি করে। নিলামে অনিয়ম নিয়ে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটির সুপারিশে তিনটি স্কুল ভবন পুনর্নিলামে তোলার সিদ্ধান্ত হয়। ওই তিনটি ভবনের মধ্যে রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি অংশ ১ লাখ ৩৬ হাজার টাকায় বিক্রি হয়, যা আগের নিলামে মাত্র ২৮ হাজার ৫০০ টাকা নির্ধারণ হয়েছিল। নয়াদিল সরকারি প্রাথমিক বিদ্যালয় পুনর্নিলামে বিক্রি হয়েছে ২ লাখ ৩৬ হাজার টাকায়, যা আগের নিলামে ছিল মাত্র ৩২ হাজার টাকা। এ ছাড়া ১৩ হাজার টাকার নুরপুর ক্যাপ্টেন মাহবুব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের দাম পুনর্নিলামে উঠেছে ১ লাখ ৭ হাজার টাকা।
নিলাম ডাকে অংশ নেওয়া কয়েকজন নাম প্রকাশ না করে বলেন, নিলাম কমিটি আগে অনৈতিক সুবিধা নিয়ে নামমাত্র মূল্যে নিলাম দিয়েছিল। বাকি ৫টি ভবনও পুনর্নিলাম দেওয়া হলে সরকারের বিপুল পরিমাণ অর্থ আয় হতো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিলাম ডাক কমিটির সভাপতি রাবেয়া আক্তার বলেন, ‘তদন্ত কমিটির সুপারিশে ৩টি ভবন পুনর্নিলাম দেওয়া হয়েছে। বাকি ৫টি ভবনের বিষয়ে তদন্ত কমিটির আপত্তি না থাকায় পুনর্নিলাম দেওয়া হবে না।’