১ হাজার ৩২০ মেগাওয়াট পায়রা বিদ্যুৎ কেন্দ্রের জন্য পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলে আসছে ৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লাবাহী জাহাজ এম ভি এ্যাথেনা। শুক্রবার জাহজটি বন্দরে ইনার অ্যাংকরে নোঙর করবে বলে আশা বন্দর কর্তৃপক্ষের।
১০ মিটার গভীরতার জাহাজটি পায়রা বন্দরের ইনার অ্যাংকরে আনতে গতকাল বৃহস্পতিবার রাতে পায়রা বন্দর থেকে বন্দরের আউটারের উদ্দেশে যাত্রা করেছে পায়রা বন্দর কর্তৃপক্ষের হারবার পাইলট ইয়াকুব আলম। পায়রা বন্দর কর্তৃপক্ষের উপ পরিচালক (ট্রাফিক) মো. আজিজুর রহমান দৈনিক শিক্ষাডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ শুক্রবার যে কোনো সময় কয়লাবাহী জাহাজটি বন্দরের ইনার অ্যাংকরে নোঙর করবে। পায়রা বন্দরের দাপ্তরিক কার্যক্রম শেষে জাহাজটি পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নোঙর করবে। সেক্ষেত্রে ২৪ জুন থেকে জাহাজের কয়লা খালাস কার্যক্রম শুরু হতে পারে।
গত ১৭ জুন ইন্দোনেশিয়ার বালিক পানান বন্দর থেকে পায়রা বন্দর উদ্দেশে জাহাজটি যাত্রা শুরু করে।
এদিকে আগামী ১ জুলাই ৩৬ হাজার ৫৭০ মেট্রিক টন কয়লা নিয়ে এম ভি পাভো ব্রেভ নামের আরেকটি জাহাজ আসার কথা রয়েছে।
পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রশাসনিক কর্মকর্তা শাহ মনি জিকো দৈনিক শিক্ষাডটকমকে জানান, বিদ্যুৎ কেন্দ্রটি চালুর জন্য কয়লাবাহী জাহাজ আসার কথা রয়েছে। তবে এখনো বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে কোনো জাহাজে এসে পৌঁছায়নি।