৪৩তম বিসিএসের নন-ক্যাডার বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে মানববন্ধন ও অবস্থান নিয়েছেন চাকরিপ্রত্যাশীরা। রোববার (২৪ ডিসেম্বর) সকালে বাংলাদেশ কর্ম কমিশনের সামনে ৪৩তম বিসিএস ফলপ্রত্যাশীরা এই মানববন্ধন ও অবস্থানে অংশ নেন।
পুলিশের বাধায় নির্ধারিত সময়ের একঘণ্টা পরে এ কর্মসূচি শুরু করেন তারা এবং পরে পরিসংখ্যান ভবনের সামনে অবস্থান নেন চাকরিপ্রত্যাশীরা।
এ সময় ৪৩তম বিসিএসের নন-ক্যাডারের পছন্দ তালিকা (চয়েস লিস্ট) বাতিল করে বেশিসংখ্যক প্রার্থীর চাকরির সুপারিশের ব্যবস্থা করা এবং একইসঙ্গে আগের বিসিএসের সঙ্গে সামঞ্জস্য রেখে বৈষম্য কমানোর দাবিও জানান তারা।
তাদের অভিযোগ, ক্যাডার ও নন-ক্যাডার ফলাফল একসঙ্গে দেয়ার কোনো বিধি নেই। এরপরও সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৩তম বিসিএসে তড়িঘড়ি করে একসঙ্গে ফলাফল প্রকাশের ঘোষণা দিয়েছে। এতে সময়স্বল্পতায় নন-ক্যাডার পদের সংখ্যা অন্য বিসিএসের তুলনায় অনেক কমে গেছে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।