৪৭তম বিসিএসে ৩ হাজার ৬৮৮ পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রার্থীদের প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে আগামী মে মাসে। তবে এবার প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার প্রশ্নপত্র উত্তরপত্রের সঙ্গে জমা দিতে হবে।
পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব প্রার্থী এখন থেকে বিসিএস পরীক্ষায় অংশ নেবেন, তাদের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার প্রশ্নপত্র উত্তরপত্রের সঙ্গে জমা দিতে হবে। প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার বিস্তারিত নির্দেশনা পরবর্তী সময় জানানো হবে।
প্রিলিমিনারি পরীক্ষার পাস নম্বর পিএসসি নির্ধারণ করবে। প্রিলির উত্তরপত্র গোপনীয় দলিল। এটি কোনো প্রার্থীকে দেখানো হবে না। এ ছাড়া মৌখিক পরীক্ষার নম্বরও গোপন থাকবে। প্রিলিমিনারি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ বা পুনঃপরীক্ষণের সুযোগ থাকবে না।
প্রার্থীদের ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার সময় দুই ঘণ্টা। এই পরীক্ষায় মোট ২০০টি প্রশ্ন থাকবে। প্রার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর পাবেন। তবে ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ৫০ নম্বর কাটা যাবে।
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে বা কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত অনলাইন আবেদন ফরম পূরণ করে আবেদন করতে হবে।
অনলাইনে আবেদন শুরু হবে আগামী ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে। শেষ হবে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে। নির্ধারিত তারিখ ও সময়ের আগে বা পরে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। আবেদন ফি ৭০০ টাকা। তবে এই ফি কমানো হবে বলে পিএসসি জানিয়েছে।