বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬ জন শিক্ষক-কর্মচারীকে তলব করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে আপিল আরবিট্রেশন কমিটি। এ কমিটির সভায় তাদের তলব করা হয়েছে। আগামী ১৯ মার্চ (রোববার) সকালে আপিল এন্ড আরবিট্রেশন কমিটির সভা অনুষ্ঠিত হবে। বাদী-বিবাদী হিসেবে তাদের সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে।
ঢাকা বোর্ডের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তির সঙ্গে তলব করা ৬ শিক্ষক-কর্মচারীর নামের তালিকা প্রকাশ করা হয়েছে।
জানা গেছে, আগামী ১৯ মার্চ (রোববার) সকাল ১০টায় ঢাকা বোর্ডের সভা কক্ষে আপিল অ্যান্ড আরবিট্রেশন কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় ৬ শিক্ষক-কর্মচারীর শুনানি অনুষ্ঠিত হবে। এজন্য তাদের শুনানিতে উপস্থিত থাকতে বলা হয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন জটিলতা বিশেষ করে কোন শিক্ষককে বরখাস্ত করা হলে তা শিক্ষা বোর্ডের আপিল এন্ড আরবিট্রেশন কমিটির উত্থাপন করে অনুমোদন করিয়ে নিতে হয়। এ সভায় শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ উভয়ই বোর্ডের আপিল এন্ড আরবিট্রেশন কমিটির সামনে নিজ নিজ যুক্তি ও বক্তব্য উপস্থাপনের সুযোগ পান।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।