বিভিন্ন বেসরকারি স্কুলে কর্মরত ৯৩৯ জন শিক্ষক বিএড স্কেল পাচ্ছেন। তাদের বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটি।
গতকাল সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটির সভায় তাদের বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত হয়। এ সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।
সভায় অংশ নেয়া কর্মকর্তারা জানান, বিএড স্কেল পাওয়া ৯৩৯ স্কুলশিক্ষকের মধ্যে বরিশাল অঞ্চলের ৫৪, চট্টগ্রামের ৮২, কুমিল্লার ১১২, ঢাকার ৭১, খুলনার ১২২, ময়মনসিংহের ১৭৭, রাজশাহীর ১০৯, রংপুরের ১৩৭ এবং সিলেট অঞ্চলের ৭৫ জন শিক্ষক আছেন।
গতকাল সোমবার এমপিও কমিটির সভায় প্রায় ছয় হাজার শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত ও প্রায় চার হাজার শিক্ষক-কর্মচারীকে উচ্চতর গ্রেড দেয়ার সিদ্ধান্ত হয়।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন।
ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।