৯৬ বছরে পদার্পণ করেছে পুরান ঢাকার ওয়ারীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নারী শিক্ষা মন্দির। বিপ্লবী লীলা নাগের প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটির বর্তমান নাম শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়। প্রায় এক শতাব্দীর পথ চলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বহু মহিয়সী নারীকে শিক্ষাদান করেছে প্রতিষ্ঠানটি।
শুক্রবার কেক কেটে প্রতিষ্ঠানটির ৯৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ রিয়াজ উদ্দিন রিয়াজ প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেট কাটেন।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠান প্রাঙ্গণ সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় পরিনত হয়। বিকেলে শুরু হয় মূল অনুষ্ঠান। এর আগে প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা প্রতিষ্ঠান প্রাঙ্গণে জরো হন। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসবের আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ রিয়াজ উদ্দিন রিয়াজ। তিনি প্রায় এক শতাব্দীর পথচালায় প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত সব শিক্ষক ও কর্মকর্তার প্রতি শ্রদ্ধা জানান। তিনি ছাত্রীদের সুশৃঙ্খল জীবন ধারণের পরমর্শ দেন। একইসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমের চাকচিক্যে বিভ্রান্ত না হতে কোমলমতি শিক্ষার্থীদের আহ্বান জানান।
প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তোফায়েল আহমদের ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় নারী কাউন্সিলর লাভলী চৌধুরীসহ শিক্ষকরা। পরে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসবের আয়োজন করা হয়।