দৈনিক শিক্ষাডটকম, নীলফামারী: চলমান শৈত্য প্রবাহের কারণে নীলফামারী জেলার সরকারি প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি পাঠদান আগামীকাল মঙ্গলবার (২৩ জানুয়ারি) বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার সকালে শিক্ষার্থীরা স্কুলে আসার পর শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়। সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্র রেকর্ড করা হয় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ফলে তীব্র শীতের সকালে স্কুল-মাদরাসায় এসে আবারো ফিরে যেতে হয়েছে শিক্ষার্থীদের।
নীলফামারী সৈয়দপুর বিমান বন্দরের আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্র রেকর্ড করা হয় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
তবে সকালে স্কুলে ছুটি ঘোষণার কিছু সময় পরই উঁকি দেয় সূর্য।
জেলা শিক্ষা অফিসার মো. হাফিজুর রহমান দৈনিক শিক্ষাডটকমকে জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী ১০ ডিগ্রি সেলসিয়াসর নিচে তাপমাত্রা নামলে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। সে অনুযায়ী সোমবার সকালে নীলফামারী জেলার তাপমাত্রা ১০ডিগ্রি সেলসিয়াসের নিচে ছিলো।
বিদ্যালয় ছুটি ঘোষণা হওয়ার পর সকাল সাড়ে ১০টায় শহরের সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে দেখা যায় বাড়ি ফিরে যাচ্ছে শিক্ষার্থীরা।
নীলফামারী সৈয়দপুর বিমান বন্দরের আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্র রেকর্ড করা হয় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।