‘কাম্য যোগ্যতা থাকলে অসুপারিশপ্রাপ্তরাও জাতীয়করণের আওতায়’ - দৈনিকশিক্ষা

‘কাম্য যোগ্যতা থাকলে অসুপারিশপ্রাপ্তরাও জাতীয়করণের আওতায়’

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি |

জাতীয়করণকৃত স্কুল-কলেজের শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, বিষয়টি নিয়ে আন্ত:মন্ত্রণালয়ের কাজ চলমান। যত দ্রুত সম্ভব এই প্রক্রিয়াটি নির্বাচনের আগে সম্পন্ন করা হবে। পাশাপাশি অসুপারিশ প্রাপ্তদের কাম্য যোগ্যতা ও নিয়োগ প্রক্রিয়া ঠিক থাকলে তাদেরও জাতীয়করণের আওতায় আনা হবে।  

শনিবার (২৬ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারীতে উপজেলার ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল (এমএ) মাদরাসায় “জাতির পিতার ৪৮তম শাহাদত বার্ষিকী, ১৫ আগস্ট এ শাহাদত বরণকারী সকল শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও মাদরাসা শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা ও শিক্ষকদের প্রত্যাশা” শীর্ষক সমাবেশে শিক্ষামন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
 
তিনি আরো বলেন, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর ধর্মের নামে অপব্যবহার করে হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, নিপীড়ন ও নির্যাতন চালিয়ে দেশের শান্তি ও উন্নয়নে বাধাগ্রস্ত করে নানা রকম দাঙ্গা ফাসাদ তৈরী করছে। তবে, তারাতো কখনও ইসলামের বন্ধু হতে পারে না। এছাড়া যারা ইসলামকে ব্যবহার করে ক্ষমতায় যেতে চাই, যারা এতিমের টাকা মেরে ক্ষমতায় যেতে চাই তাদের আগামীতে ভোট না দিতে তিনি আহবান জানান।
 
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার ঐকান্তিক প্রচেষ্টার ফলে এই ইসলামী শিক্ষাকে উচ্চ শিক্ষায় রূপ দিতে, আরো সম্প্রসারিত এবং আরো বেশি দক্ষ ও যোগ্য জনবল তৈরী করার জন্য করার জন্য ২০১৩ খ্রিষ্টাব্দে প্রধানমন্ত্রী আরবী বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন। তাছাড়া মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে আরো সমৃদ্ধ করতে এবং মাদরাসা শিক্ষদের দাবীর পরিপ্রেক্ষিতে তিনি ২০১৫ খ্রিষ্টাব্দে পৃথক মাদরাসা শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা করেছেন। এর ফলে মাদরাসা শিক্ষকদের জাতীয় বেতন স্কেলে সমপর্যায়ে ভূক্ত করেছেন।
 
মাদরাসা শিক্ষা অধিদপ্তর আয়োজিত সমাবেশে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সভাপতি চট্টগ্রাম-৫ আসন হাটহাজারীর সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
 
মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হাবিবুর রহমান এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ।
 
মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপ পরিচালক (অর্থ) আবুল বাসার ও ছিপাতলী মাদরাসার শিক্ষক মাওলানা শফিউল আজমের সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য দেন হাটহাজারীর ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল (এমএ) মাদরাসায় অধ্যক্ষ আবুল ফরাহ মোহাম্মদ ফরিদ উদ্দিন। এছাড়া বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা হাসান মাসুদ, অধ্যক্ষ মাওলানা আব্দুল হান্নান, অধ্যক্ষ মাওলানা হোসেন আহমেদ ও প্রভাষক মো. শান্ত ইসলাম প্রমুখ।
 
এর আগে পবিত্র কোরআন তেলোয়াত পরবর্তী জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত সমাবেশে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার ৯৯টি উপজেলার সহস্রাধিক মাদরাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও সুপারসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, রাজনীতিবিদ এবং শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন। 
 
শিক্ষার্থীদের রাজাকার শ্লোগান লজ্জার: প্রধানমন্ত্রী - dainik shiksha শিক্ষার্থীদের রাজাকার শ্লোগান লজ্জার: প্রধানমন্ত্রী কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা স্থগিত - dainik shiksha কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা স্থগিত উপহার দিলেই এমপিওভুক্তি! - dainik shiksha উপহার দিলেই এমপিওভুক্তি! কোচিং বাণিজ্যে জড়িত পিএসসির আরো ৪ কর্মকর্তা-কর্মচারী - dainik shiksha কোচিং বাণিজ্যে জড়িত পিএসসির আরো ৪ কর্মকর্তা-কর্মচারী ঢাবির জরুরি বৈঠকে প্রভোস্ট কমিটির পাঁচ সিদ্ধান্ত - dainik shiksha ঢাবির জরুরি বৈঠকে প্রভোস্ট কমিটির পাঁচ সিদ্ধান্ত কোটার পক্ষে-বিপক্ষে আন্দোলনকারীদের পাল্টাপাল্টি কর্মসূচি আজ - dainik shiksha কোটার পক্ষে-বিপক্ষে আন্দোলনকারীদের পাল্টাপাল্টি কর্মসূচি আজ শিক্ষামন্ত্রী দেশে ফিরছেন আজ - dainik shiksha শিক্ষামন্ত্রী দেশে ফিরছেন আজ র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা কলেজগুলোর নাম এক নজরে - dainik shiksha র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা কলেজগুলোর নাম এক নজরে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0057539939880371