দৈনিকশিক্ষাডটকম, ঝালকাঠি : ঝালকাঠি ২ আসনের নৌকার প্রার্থী আমির হোসেন আমু বলেছেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে উৎসবমুখর পরিবেশে ভোট দেখতে চেয়েছিলেন সেভাবেই সব জায়গায় ভোট হচ্ছে।
রোববার বেলা সাড়ে ১১ টায় ঝালকাঠি-২ আসনের ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরিদর্শন করতে এসে আওয়ামী লীগের প্রবীণ নেতা এসব কথা বলেন।
তিনি আরো বলেন. অনেক জায়গায় ইতোমধ্যেই এক-তৃতীয়াংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তবে শীতের কারণে কোনো কোনো জায়গায় সকালে ভোটারের উপস্থিতি কম ছিলো।
নির্বাচনে জয়ের বিষয়ে জানতে চাইলে আমু বলেন, ভোট গণনার পর তা দেখা যাবে।
ঝালকাঠি ২ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ১২ জন আট জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৪ হাজার ১৪৫ এবং পুরুষ এক লাখ ৭৮৬০ জন। ভোটকেন্দ্র ১৪৭ টি।