মুক্তিযুদ্ধের সময় শহীদ ও গুরুতর আহত ভারতীয় সেনাদের সম্মান জানাতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্টুডেন্ট স্কলারশিপ’ হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) নয়াদিল্লীর বাংলাদেশ হাইকমিশনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই স্কলারশিপ হস্তান্তর করেন। বীর মুক্তিযোদ্ধা লে. কর্নেল কাজী সাজ্জাদ আলী জহিরের (বীরপ্রতীক) সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভাট।
স্বাধীনতাযুদ্ধে ভারতীয় সেনা ও ভারতের জনগণের আত্মত্যাগ ও বীরত্বের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীরা তাদের পূর্বপুরুষদের বীরত্ব ও সাহসিকতার কথা সব সময় স্মরণ করবে এবং তাদের আদর্শের আলোকে বাংলাদেশ-ভারত সম্পর্ককে গভীরতর করতে অবদান রাখবে।
প্রতিমন্ত্রী ভাট ১৯৭১ খ্রিষ্টাব্দে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে শহীদ ভারতীয় সেনাদের সম্মান জানানো ও তাদের পরবর্তী প্রজন্মের প্রতিনিধিদের বৃত্তি প্রদানের জন্য বাংলাদেশ সরকারকে বিশেষ ধন্যবাদ জানান।
ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী।
এছাড়া মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতের সেনারা, শহীদ ভারতীয় সেনাদের পরবর্তী প্রজন্মের প্রতিনিধি, স্বাগতিক দেশের বিশিষ্ট রাজনৈতিক নেতা ও উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন দেশের কূটনীতিক, গণমাধ্যমকর্মী এবং প্রবাসী বাংলাদেশিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।