খুলনা বিশ্ববিদ্যালয়ের ১৯ ব্যাচের তিন দিনব্যাপী শিক্ষাসমাপনী উৎসবের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে প্রধান অতিথি হিসেবে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে এবং ফিতা কেটে শিক্ষাসমাপনী উৎসবের উদ্বোধন করেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ ৪টি বছর বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষ করে শিক্ষাসমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ একটি আনন্দঘন মুহূর্ত। এই আনন্দ ও উৎসাহ নিয়ে নিজেদের মধ্যে পারস্পারিক সম্পর্ক আজীবন ধরে রাখতে হবে। নিজেদের মেধা দিয়ে দেশ ও জাতির উন্নয়নের অগ্রযাত্রা অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কর্ম ও দক্ষতার মধ্য দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের গৌরব ও ভাবমূর্তি সমুজ্জ্বল রাখতে হবে।
তিনি আরো বলেন, শিক্ষাসমাপনীর মাধ্যমে প্রাতিষ্ঠানিক শিক্ষার সমাপ্তি ঘটলেও জ্ঞান চর্চা যেন অব্যাহত থাকে। একই সাথে একজন শিক্ষার্থী হিসেবে শিক্ষাসমাপনী উৎসবের সাথে এ বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, সুনাম ও ভাবমূর্তির দিকেও লক্ষ্য রাখার পরামর্শ দেন তিনি। উপ-উপাচার্য ১৯ ব্যাচের এ আয়োজনের সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন। এসময় সহকারী ছাত্র বিষয়ক পরিচালকরাসহ শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর হেমন্তের মিষ্টি রোদে শিক্ষার্থীরা মেতে ওঠে রঙ উৎসবে। পরে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উৎসবের দ্বিতীয় দিনে আগামীকাল শুক্রবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় শিক্ষাসমাপনী উৎসব উপলক্ষ্যে আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এদিন বিকাল ৩টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। তৃতীয় ও সমাপনী দিন শনিবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় মুক্তমঞ্চে কনসার্ট অনুষ্ঠিত হবে।