ইউসিসি গ্রুপের চেয়ারম্যান ড. এম এ হালিম পাটওয়ারী টেলিভিশন রিপোটার্স ইউনিটি অব বাংলাদেশ কর্তৃক ‘শ্রেষ্ঠ শিক্ষা উদ্যোক্তা’ নির্বাচিত হয়েছেন।
সম্প্রতি রাজধানীর কাকরাইলে এক হোটেলে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মিডিয়ার ভূমিকা’ শীর্ষক আলোচনা, বাংলা কারস্ প্রেজেন্টস্ গ্লোবালব্রান্ডস-ট্রাব এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৩ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া করা হয়। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন চলচ্চিত্র ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মনি, সাবেক সচিব, লেখক ও গবেষক হোসেন আবদুল মান্নান, মৎস অধিদপ্তরের মহাপরিচালক ড. খন্দকার মাহবুবুল হক. বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সভাপতি প্রফেসর ড. হামিদা খানম, মাতৃভূমি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. মাইনউদ্দিন মিয়া, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি কবি রাজু আলীম, সাংবাদিক ও লেখক আবদুল আউয়াল চৌধুরী, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহানা মহিউদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরাম সভাপতি রেদুয়ান মাহমুদ।