চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়কে (সিভাসু) দেশের সেরা কৃষিবিষয়ক বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান।
রোববার (২০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে সিভাসু’র নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান এসব কথা বলেন।
সকালে সিভাসু অডিটোরিয়ামে উপাচার্য প্রথমে শিক্ষকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এরপর তিনি একে একে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
উপাচার্য বলেন, ‘আমার লক্ষ সিভাসুকে দেশের সেরা কৃষিবিষয়ক বিশ্ববিদ্যালয়ে পরিণত করা। এজন্য সবাইকে যার-যার অবস্থান থেকে অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, সিভাসু’র ঢাকার টিচিং অ্যান্ড ট্রেনিং পেট হসপিটাল ও রিসার্চ সেন্টার, হাটহাজারীর রিসার্চ অ্যান্ড ফার্ম বেজড ক্যাম্পাস এবং কক্সবাজারের কোস্টাল বায়োডাইভার্সিটি, মেরিন ফিশারিজ অ্যান্ড ওয়াইল্ডলাইফ রিসার্চ সেন্টারের অসমাপ্ত কাজগুলো দ্রুত সমাপ্ত করে শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে আরো বেগবান করা হবে।