সেপ্টেম্বর মাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেয়ার কোনো সিদ্ধান্ত এখনও হয়নি। সেপ্টেম্বর মাসে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে মর্মে কয়েকটি অগ্রহণযোগ্য গণমাধ্যমে আজ ১১ আগস্ট দুপুরে খবর বেরিয়েছে। এরপর সারাদেশে থেকে শিক্ষক ও পরীক্ষার্থীরা দৈনিক শিক্ষার কাছে ওই খবরের সত্যতা জানতে চান। দৈনিক শিক্ষার পক্ষ থেকে যোগাযোগ করা হয় কয়েকটি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে। তারা সাফ বলে দিয়েছেন, ওইসব ভুয়া খবর। চেয়ারম্যানদের কোনও সভায় হয়নি, সেপ্টেম্বরে পরীক্ষা নেয়ার কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। সবকিছু নির্ভর করবে করোনা পরিস্থিতির ওপর। স্কুল-কলেজ খোলা এবং পরীক্ষা নেয়ার বিষয়সমূহ নিতান্তই সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে। শিক্ষামন্ত্রী স্বয়ং এসব বিষয়ে সাংবাদিকদের জানাবেন।
চলতি বছরের ১ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে এ পরীক্ষাসূচি স্থগিত করতে বাধ্য হয় শিক্ষা মন্ত্রণালয়। স্থগিত পরীক্ষার পরবর্তী সময় ঘোষণা না করায় অনিশ্চয়তায় দিন পার করছে প্রায় ১২ লাখ পরীক্ষার্থী। এ অবস্থায় করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অন্তত ১৫ দিন পর থেকে এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি বলেছেন, স্কুল-কলেজ খোলা বা পরীক্ষা নিয়ে গুজব ছড়ালে কঠোর শাস্তিমুলক ব্যবস্থা নেবেন।
পরীক্ষার বিষয়ে জানতে চাইলে যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ড. মোল্লা আমীর হোসেন ১১ আগস্ট দুপুরে দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ‘সেপ্টেম্বরে পরীক্ষা নেয়ার কোনো সিদ্ধান্ত হয়নি। যারা যা লিখছেন সবই মনগড়া।’
মাদরাসা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো: কামাল উদ্দিন দৈনিক শিক্ষাকে বলেন, ‘সেপ্টেম্বর মাসে আলিম পরীক্ষা হবে এমন কোনও লিখিত বা মৌখিক নির্দেশ এখনও পাইনি।’