কলেজছাত্রীকে অ*পহরণের চেষ্টার অভিযোগে আটক ১০ | কলেজ নিউজ

কলেজছাত্রীকে অ*পহরণের চেষ্টার অভিযোগে আটক ১০

এ বিষয়ে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইন-চার্জ ইন্সপেক্টর সরল মুরমু ওই ছাত্রীর পরিবারের বরাত দিয়ে জানান, গোদাগাড়ী এলাকার ওই কলেজছাত্রী সম্প্রতি বোনের বাড়ি ছাতিয়ানগাছায় বেড়াতে আসেন। তিনি স্থানীয় গোদাগাড়ী এলাকার একটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।

#কলেজ

নাটোরের বড়াইগ্রামে এক কলেজছাত্রীকে তার বোনের বাড়ি থেকে অপহরণ চেষ্টার অভিযোগে পাঁচ নারীসহ ১০ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বনপাড়া পৌরশহরের ছাতিয়ানগাছা এলাকা থেকে স্থানীয়রা তাদের হাতেনাতে ধরে পরে পুলিশের হাতে তুলে দেয়।

এ বিষয়ে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইন-চার্জ ইন্সপেক্টর সরল মুরমু ওই ছাত্রীর পরিবারের বরাত দিয়ে জানান, গোদাগাড়ী এলাকার ওই কলেজছাত্রী সম্প্রতি বোনের বাড়ি ছাতিয়ানগাছায় বেড়াতে আসেন। তিনি স্থানীয় গোদাগাড়ী এলাকার একটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।

কলেজে যাতায়াতের সময় শফিউল ইসলাম (২৮) নামে এক যুবক তাকে প্রেমের প্রস্তাব দিয়ে নানাভাবে হয়রানি করছিল। সে হয়রানি থেকে রক্ষার জন্যই বোনের বাড়িতে এসেছিলেন তিনি।

মঙ্গলবার বিকেলে তার দুই বান্ধবী গোদাগাড়ী থেকে ওই ছাত্রীর সঙ্গে দেখা করতে আসেন। আর এদিকে শফিউল ওই ছাত্রীকে অপহরণের উদ্দেশ্যে ওই দুই বান্ধবীসহ ১০ জন একটি মাইক্রোবাস নিয়ে আসেন। তারা বোনের বাড়ির কাছে অপেক্ষা করেন আর দুইজনকে বাড়িতে পাঠান। তাদের নাস্তা করিয়ে সড়কে বিদায় দিতে এলে অন্যরা ছাত্রীকে ধরে মাইক্রোবাসে তুলে ফেলেন। পরে তার চিৎকারে স্থানীয়রা মাইক্রোবাসসহ চক্রের সবাইকে আটক করে পুলিশে খবর দেন।

এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মাহবুবর রহমান বলেন, মেয়েটি হিন্দু সম্প্রদায়ের ও ছেলেটি মুসলিম এবং বিবাহিত। ফলে এ প্রেমের সম্পর্ক আর টেকেনি।

মেয়েটিকে প্রাইভেট পড়াতে গিয়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে মেয়েটি তার সঙ্গে প্রেমের সম্পর্ক না-রাখায় প্রেমিক শফিউল তাকে অপহরণের চেষ্টা চালায়।

এ ঘটনায় মাইক্রোবাস জব্দ করাসহ ১০ জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

#কলেজ