বিভিন্ন স্কুলে কর্মরত ১৩০ জন শিক্ষককে বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।
রোববার (১২ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের জানুয়ারি মাসের এমপিও (বেতন-ভাতার সরকারি অংশ) কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
এতে মহাপরিচালকের রুটিন দায়িত্বে থাকা প্রফেসর ড. একিউএম শফিউল আজম সভাপতিত্ব করেন। এমপিওভুক্তির যাবতীয় ভুল-ভ্রান্তির দায় মহাপরিচালকের।
আরো পড়ুন: এমপিওভুক্ত হচ্ছেন আরো ৩ হাজার শিক্ষক
বিএড স্কেল পাওয়া স্কুলশিক্ষকের মধ্যে বরিশাল অঞ্চলের ৬, চট্টগ্রামের ৫, কুমিল্লার ৯, ঢাকার ৬৪, খুলনার ১৫, ময়মনসিংহের ৫, রাজশাহীর ১৪, রংপুরের ১১ এবং সিলেট অঞ্চলের ১ জন শিক্ষক আছেন।
এ সভায় বিভিন্ন বেসরকারি স্কুল-কলেজে নতুন নিয়োগ পাওয়া ৩ হাজার ২০৬ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে কমিটি। তাদের মধ্যে স্কুলে ২ হাজার ৫৭৯ জন এবং কলেজের ৬২৭ জন শিক্ষক রয়েছেন। গত দু্ই মাসে বিধি মোতাবেক নিয়োগ পেয়ে এমপিওভুক্তির জন্য তারা সবাই অনলাইনে আবেদন করেছিলেন।
এ ছাড়া ২ হাজার ৯২৩ জনকে উচ্চতর স্কেল ও ১৫৪ জন স্কুলশিক্ষককে বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত হয়েছে।