আনন্দ-উদ্দীপনায় ১৫তম ববি দিবস উদযাপিত | বিশ্ববিদ্যালয় নিউজ

আনন্দ-উদ্দীপনায় ১৫তম ববি দিবস উদযাপিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৫তম বছরে পদার্পণ উপলক্ষে উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন উচ্ছ্বাস প্রকাশ করেন এবং সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতিতে সবার সহযোগিতা প্রত্যাশা করেন।

#বরিশাল বিশ্ববিদ্যালয় #ববি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ১৫তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হয়েছে। ২০১১ খ্রিষ্টাব্দের ২২ ফেব্রুয়ারি প্রতিষ্ঠা হয়েছিলো দক্ষিণবঙ্গের বাতিঘর খ্যাত বরিশাল বিশ্ববিদ্যালয়। এ উপলক্ষে সকাল থেকেই শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের মধ্যে উচ্ছাস দেখা গিয়েছে।

শনিবার সকালে উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে ১৫তম বিশ্ববিদ্যালয় দিবস উদ্বোধন করেন। এরপরে বিশ্ববিদ্যালয়ের সার্বিক মঙ্গল কামনায় বেলুন ও ফেস্টুন উড্ডয়ন করা হয়।

পরে ২৫টি বিভাগ, শেরে বাংলা হল, বিজয়-২৪ হল, তাপসী রাবেয়া বসরী হল, সুফিয়া কামাল হলসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো এক হয়ে পুরো বিশ্ববিদ্যালয় পরিবার উপাচার্যের নেতৃত্বে আনন্দ র‌্যালি বের করে। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এসে শেষ হয়।

র‌্যালিতে অংশ নেন উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রাব্বানী সহ ট্রেজারার ড. মামুন অর রশীদ, নবনিযুক্ত প্রক্টর সোনিয়া খান সনি,রেজিস্ট্রার মনিরুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৫তম বছরে পদার্পণ উপলক্ষে উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন উচ্ছ্বাস প্রকাশ করেন এবং সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতিতে সবার সহযোগিতা প্রত্যাশা করেন।

এ ছাড়া বিকেলে দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় সাংস্কৃতিক কমিটির উদ্যোগে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

#বরিশাল বিশ্ববিদ্যালয় #ববি