এসএসসির সপ্তম দিনে অনুপস্থিত ২৬ হাজার, বহিষ্কার ১০ | এসএসসি/দাখিল নিউজ

এসএসসির সপ্তম দিনে অনুপস্থিত ২৬ হাজার, বহিষ্কার ১০

এবার অনুপস্থিতির হার ১ দশমিক ৩২ শতাংশ।

#পরীক্ষা #এসএসসি #দাখিল

ফাইল ছবিফাইল ছবি

মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) ও সমমান পরীক্ষার সপ্তম দিনে সারাদেশে অনুপস্থিত ছিলেন ২৬ হাজার ১৯০ পরীক্ষার্থী এবং অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ১০ পরীক্ষার্থীকে। এদের মধ্যে দুজন এসএসসির এবং আটজন দাখিলের। এদিন ভোকেশনালে কোনো বহিষ্কার নেই।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পরীক্ষা শেষে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এই তথ্য জানায়।

জানা গেছে, বৃহস্পতিবার এসএসসির নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়), কৃষি শিক্ষা (তত্ত্বীয়), সংগীত (তত্ত্বীয়), আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া (তত্ত্বীয়), চারু ও কারুকলা (তত্ত্বীয়) পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ৯ লাখ ৬৯ হাজার ১৬জন। ২ হাজার ২৮২টি কেন্দ্রে অনুষ্ঠিত এদিনের পরীক্ষায় অংশ নেন ৯ লাখ ৫৬ হাজার ২২২ জন পরীক্ষার্থী এবং অনুপস্থিত ছিলেন ১২ হাজার ৭৯৪ জন। এদিন এসএসসি পরীক্ষায় অনুপস্থিতির হার ১ দশমিক ৩২ শতাংশ। অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত দুজনের একজন ঢাকা শিক্ষা বোর্ডের এবং অন্যজন ময়মনসিংহ বোর্ডের।

এসএসসির সপ্তম দিনের পরীক্ষায় ঢাকা বোর্ডে অনুপস্থিত ছিলেন ৩ হাজার ২০৫ জন, চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ৭৬, রাজশাহী বোর্ডে ১ হাজার ৬৪৩, বরিশাল বোর্ডে ৯৪৫, সিলেট বোর্ডের ৮৮৪, দিনাজপুর বোর্ডে ১ হাজার ১৮৪, কুমিল্লা বোর্ডের ১ হাজার ৫৬০, ময়মনসিংহ বোর্ডে ৪৬১ ও যশোর বোর্ডে ১ হাজার ৮৩৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। অনুপস্থিতির হার ১ দশমিক ৩২ শতাংশ।

মাদরাসা বোর্ডে দাখিলের সপ্তম দিনে সারা দেশের ৭২৫টি কেন্দ্রে আকাইদ ও ফিকহ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২ লাখ ৫৪ হাজার ৬২৯ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা ছিলো। কিন্তু পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৪৪ হাজার ৬৮ জন এবং অনুপস্থিত ছিলেন ১০ হাজার ৫৬১ জন। অনুপস্থিতির হার ৪.১৫ শতাংশ। অসদুপায় অবলম্বন করায় ৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে কারিগরি শিক্ষা বোর্ডের ষষ্ঠ দিনের ভোকেশনাল (এসএসসি ও দাখিল) পরীক্ষায় বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২ এবং কুরআন মাজিদ ও তাজবিদ ২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সারা দেশের ৬৯৯টি কেন্দ্রে ১ লাখ ৩০ হাজার ৫২৬ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা ছিলো। তবে পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ২৭ হাজার ৬৯১ জন এবং অনুপস্থিত ছিলেন ২ হাজার ৮৩৫ জন। অনুপস্থিতির হার ২ দশমিক ১৭ শতাংশ।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল   SUBSCRIBE  করতে ক্লিক করুন।

#পরীক্ষা #এসএসসি #দাখিল