এসএসসির ষষ্ঠ দিনে অনুপস্থিত ২৯ হাজার, বহিষ্কার ৩২ | এসএসসি/দাখিল নিউজ

এসএসসির ষষ্ঠ দিনে অনুপস্থিত ২৯ হাজার, বহিষ্কার ৩২

অনুপস্থিতির হার ছিলো ১ দশমিক ৬৮ শতাংশ।

#পরীক্ষা #এসএসসি #দাখিল

ফাইল ছবিফাইল ছবি

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের ষষ্ঠ দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২৮ হাজার ৯২৯ জন এবং পরীক্ষার হল থেকে বহিষ্কার হয়েছেন ৩২ জন পরীক্ষার্থী। অনুপস্থিতির হার ছিলো ১ দশমিক ৬৮ শতাংশ।

বুধবার (২৩ এপ্রিল) পরীক্ষা শেষে আন্তশিক্ষা সমন্বয় কমিটি এই তথ্য জানিয়েছে।

এদিন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এর সাধারণ ধারার নয়টি শিক্ষা বোর্ডে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা ছিলো। মাদরাসা শিক্ষাবোর্ডের দাখিলের ছিলো হাদিস শরিফ এবং কারিগরি শিক্ষাবোর্ডে ছিলো আত্মকর্মসংস্থান ও ব্যবসায় উদ্যোগ বিষয়ের পরীক্ষা।

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে এসএসসির সাধারণ নয়টি শিক্ষা বোর্ডে বহিষ্কার হয়েছেন দুজন পরীক্ষার্থী। তাদের একজন দিনাজপুর এবং অন্যজন ঢাকা বোর্ডের। এছাড়াও কারিগরি বোর্ডে একজন এবং মাদরাসা বোর্ডে ২৯জন শিক্ষার্থী বহিষ্কার হয়েছেন।

এছাড়াও এসএসসির সাধারণ ধারার নয়টি শিক্ষা বোর্ডের ষষ্ঠ দিনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ঢাকা বোর্ডের ৩ হাজার ৭৪২ জন, রাজশাহী শিক্ষা বোর্ডে ১ হাজার ৮৪০ জন, কুমিল্লা শিক্ষা বোর্ডে ১ হাজার ৭০০ জন, যশোর শিক্ষা বোর্ডে ১ হাজার ৯৯৯ জন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১ হাজার ২০৮ জন, সিলেট শিক্ষা বোর্ডে ৯৯৭ জন, বরিশাল শিক্ষা বোর্ডে ৯৩২ জন, দিনাজপুর শিক্ষা বোর্ডে ১ হাজার ৩৮২ জন ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৯৭৮ জন পরীক্ষার্থী।

এদিকে মাদরাসা শিক্ষাবোর্ডের দাখিলের ষষ্ঠ দিনের হাদিস শরিফ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ২৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে এবং পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১১ হাজার ৪১৭ জন।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনালের পঞ্চম দিনে আত্মকর্মসংস্থান ও ব্যবসায় উদ্যোগ বিষয়ের পরীক্ষায় বহিষ্কৃত হয়েছেন একজন এবং পরীক্ষায় অনুপস্থিত ছিলেন দুই হাজার ৭৩৪ জন পরীক্ষার্থী।

আন্তশিক্ষা সমন্বয় কমিটি জানায়, সারা দেশের ৩ হাজার ৭০৬টি কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনালের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন মোট পরীক্ষার্থী ছিলেন ১৭ লাখ ১৮ হাজার ৯৫৮ জন। কিন্তু পরীক্ষায় অংশ নেন ১৬ লাখ ৯০ হাজার ২৯ জন এবং মোট অনুপস্থিত ছিলেন ২৮ হাজার ৯২৯ জন পরীক্ষার্থী।

#পরীক্ষা #এসএসসি #দাখিল