ছবি: সংগৃহীত
মাধ্যমিক সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার অষ্টম দিনে অনুপস্থিত সাড়ে ২৯ হাজার ৫৬১ জন পরীক্ষার্থী। আর বহিষ্কার হয়েছেন ৪১ জন।
রোববার পরীক্ষা শেষে আন্তশিক্ষা সমন্বয় কমিটি এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, রোববার এসএসসির নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে পদার্থ বিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ফিন্যান্স ও ব্যাকিং বিষয়ের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১৩ লাখ ৩২ হাজার ২৮৭জন।
২ হাজার ২৮২টি কেন্দ্রে অনুষ্ঠিত এদিনের পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ১৬ হাজার ৮৯৯ জন পরীক্ষার্থী এবং অনুপস্থিত ছিলেন ১৫ হাজার ৩৮৮ জন। এদিন এসএসসি পরীক্ষায় অনুপস্থিতির হার ১ দশমিক ১৬ শতাংশ। অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত ১৮ জন।
এর মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের ৮ জন, রাজশাহী শিক্ষা বোর্ডের ১ জন, বরিশাল শিক্ষা বোর্ডের ১ জন, দিনাজপুর শিক্ষা বোর্ডের ৩ জন ও ময়মনসিং শিক্ষা বোর্ডের ৫ জন শিক্ষার্থী রয়েছেন।
এসএসসির অষ্টম দিনের পরীক্ষায় ঢাকা বোর্ডে অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৯৫৫ জন, চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ২০৫, রাজশাহী বোর্ডে ১ হাজার ৮৬৫, বরিশাল বোর্ডে ১ হাজার ৯৩, সিলেট বোর্ডের ১ হাজার ১৯ জন, দিনাজপুর বোর্ডে ১ হাজার ৮৬৫, কুমিল্লা বোর্ডের ১ হাজার ৭৩৩, ময়মনসিংহ বোর্ডে ১ হাজার ৫২ ও যশোর বোর্ডে ২ হাজার ১১৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। অনুপস্থিতির হার ১ দশমিক ১৬ শতাংশ।
মাদরাসা বোর্ডে দাখিলের অষ্টম দিনে সারা দেশের ৭২৫টি কেন্দ্রে ইংরেজি ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২ লাখ ৫৮ হাজার ১২৯ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা ছিলো। কিন্তু পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৪৬ হাজার ৯৩৭ জন এবং অনুপস্থিত ছিলেন ১১ হাজার ১৯২ জন। অনুপস্থিতির হার ৪ দশমিক ৩৪ শতাংশ। অসদুপায় অবলম্বন করায় ১৬ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
এদিকে কারিগরি শিক্ষা বোর্ডের সপ্তম দিনের ভোকেশনালের (এসএসসি ও দাখিল) পদার্থ বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয়। সারা দেশের ৬৯৯টি কেন্দ্রে ১ লাখ ৩১ হাজার ৯৭০ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা ছিলো। তবে পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ২৮ হাজার ৯৮৯ জন এবং অনুপস্থিত ছিলেন ২ হাজার ৯৮১ জন। অনুপস্থিতির হার ২ দশমিক ২৬ শতাংশ। বহিষ্কার হয়েছেন ৭ জন।