পরীক্ষার সময় কোচিং চালিয়ে চাকরি হারালেন ৩ শিক্ষক | স্কুল নিউজ

পরীক্ষার সময় কোচিং চালিয়ে চাকরি হারালেন ৩ শিক্ষক

তারা ৪৫ শিক্ষার্থী নিয়ে কোচিং সেন্টার পরিচালনা করছিলেন। এ অভিযোগে তাদের স্কুল থেকে চাকরিচ্যুত করা হয়।

#স্কুল #কোচিং

ফাইল ছবিফাইল ছবি

কুমিল্লা চৌদ্দগ্রামে এসএসসি পরীক্ষার চলাকালে কেন্দ্রের পাশের ভবনে কোচিং সেন্টার পরিচালনার অভিযোগে স্কুলের তিন শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে।

তিনজন হলেন লোকমান হোসেন, খোরশেদ আলম বাবুল ও নন্দন চন্দ্র সাহা। তারা পৌর সদরের চৌদ্দগ্রাম এইচ জে বালিকা উচ্চবিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষাকালে সরকারি নিষেধাজ্ঞা ও ১৪৪ ধারা ভঙ্গ করে বালিকা উচ্চবিদ্যালয়টির পাশের ভবনে কোচিং সেন্টার পরিচালনা করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে তিন শিক্ষককে আটক করা হয়। তারা ৪৫ শিক্ষার্থী নিয়ে কোচিং সেন্টার পরিচালনা করছিলেন। এ অভিযোগে তাদের স্কুল থেকে চাকরিচ্যুত করা হয়।

ইউএনও আরো জানান, এসএসসি পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব অবহেলার অভিযোগে মুন্সিরহাট উচ্চবিদ্যালয়ের কেন্দ্র সুপার নুরুল আমীন, একই কেন্দ্রের কক্ষ পর্যবেক্ষক নুর আমিন এবং অশ্বদিয়া আজিজিয়া বালিকা দাখিল মাদ্রাসার দায়িত্বরত শিক্ষক মোহাম্মদ গোলাম কিবরিয়া ও মোহাম্মদ ফরিদ আহমদকে বহিষ্কার করা হয়েছে।

#স্কুল #কোচিং