খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য ড. মোহাম্মদ মাছুদের পদত্যাগ দাবিতে আমরণ অনশনে বসা শিক্ষার্থীদের তিনজন অসুস্থ হয়ে পড়েছেন। তারা হলেন: সিয়াম হাসান (এমইটি), মাশরাফি বিন মঞ্জু লাবিব (এমইটি) এবং ফারিব সিদ্দিক (সিএসই)।
মঙ্গলবার (২২ এপ্রিল) সরেজমিনে এই তথ্য পাওয়া গেছে।
মেডিক্যাল সেন্টারের কর্তব্যরত চিকিৎসক জানান, ২৩ ব্যাচের শিক্ষার্থী সিয়াম হাসান দুপুরে ডিহাইড্রেশনের ফলে অসুস্থ হয়ে পড়েন। তাকে স্যালাইন সরবরাহ করা হয়েছে। একই বিভাগের ২২ ব্যাচের আরেক শিক্ষার্থী মাশরাফি বিন মঞ্জু লাবিবকেও ডিহাইড্রেশনের কারণে স্যালাইন দেয়া হয়েছে। এরপর সিএসই ২১ ব্যাচের ফারিব সিদ্দিক পড়ে গেলে, তাকে দ্রুত মেডিক্যাল সেন্টারে নিয়ে স্যালাইন ও অক্সিজেন দেয়া হয়েছে।
জানা যায়, গত সোমবার বিকাল থেকে অনশনে থাকা ৩২ শিক্ষার্থী ২৪ ঘণ্টার মাথায় এসে দুর্বল হয়ে পড়ছেন। শারীরিকভাবে অসুস্থ হয়ে গত রাতেই অনশন থেকে সরে যান একজন। অভিভাবক এসে নিয়ে গেছেন অরেকজনকে।