দ্রুত ডাকসু নির্বাচনের ঘোষণা চান ৫১ শতাংশ মানুষ | নির্বাচন নিউজ

দ্রুত ডাকসু নির্বাচনের ঘোষণা চান ৫১ শতাংশ মানুষ

জরিপে অংশ নেয়া ৪৪ শতাংশ মানুষ মনে করেন, এখনই ডাকসু নির্বাচনের ঘোষণা দেওয়া উচিত নয়।

#ডাকসু #নির্বাচন #বিশ্ববিদ্যালয়

দ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ঘোষণা চান ৫১ শতাংশ মানুষ। দেশের শিক্ষাবিষয়ক পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষাডটকম পরিচালিত এক জরিপে এই তথ্য উঠে এসেছে।

জরিপে অংশ নেয়া ৪৪ শতাংশ মানুষ মনে করেন, এখনই ডাকসু নির্বাচনের ঘোষণা দেওয়া উচিত নয়। এ ছাড়া বাকি ৫ শতাংশ মানুষ এর পক্ষে-বিপক্ষে কোনো মত দেননি।

দৈনিক শিক্ষাডটকম পরিচালিত এই জরিপে অংশ নিয়েছেন ২ হাজার ৪৬৪ জন ইন্টারনেট ব্যবহারকারী। ‘না’ ভোট দিয়েছেন ১ হাজার ৮৩ জন এবং ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ১ হাজার ২৫৯ জন মানুষ।

গত ৬ এপ্রিল বিকাল থেকে শুরু হয়ে ৭ এপ্রিল সন্ধ্যা পর্যন্ত দৈনিক শিক্ষাডটকমের ওয়েবসাইট এই বিষয়ে একটি জরিপ চলানো হয়। জরিপের প্রশ্নটি ছিলো: সম্প্রতি দ্রুত ডাকসু নির্বাচনের ঘোষণার চেয়ে দাবি তুলেছেন একদল শিক্ষার্থী। আপনি কি মনে করেন, দেশের এই পরিস্থিতিতে ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ) নির্বাচন ঘোষণা করা উচিত?

জরিপে ‘হ্যাঁ’ এবং ‘না’–এর পাশাপাশি ‘মন্তব্য নেই’ নামে আরেকটি ঘর ছিলো।

প্রসঙ্গত, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে এবছরের শুরু থেকেই ডাকসু নির্বাচনের প্রসঙ্গ তুলছিলেন ছাত্রনেতারা। এর পরিপ্রেক্ষিতে সবাইকে নিয়ে একটা উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন আয়োজনের আগ্রহ প্রকাশ করেছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। সম্প্রতি কয়েকটি ছাত্র সংগঠনও দ্রুত ডাকসু নির্বাচনের ঘোষণার দাবি জানায়। সেই পরিপ্রেক্ষিতে ডাকসু নির্বাচনের জন্য আগামী মে মাসে নির্বাচন কমিশন গঠন ও ভোটার তালিকা চূড়ান্ত করার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

#ডাকসু #নির্বাচন #বিশ্ববিদ্যালয়