শিক্ষাবৃত্তি পেলেন ৫২ শিক্ষার্থী | স্কুল নিউজ

শিক্ষাবৃত্তি পেলেন ৫২ শিক্ষার্থী

সংবর্ধনা অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১০ শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও এককালীন পাঁচ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি ও জিপিএ-৪ প্রাপ্ত ৪২ শিক্ষার্থীকে ক্রেস্ট ও চার হাজার টাকা করে শিক্ষা বৃত্তি দেয়া হয়।

পটুয়াখালীর কলাপাড়ায় ২০২৪ খ্রিষ্টাব্দের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ ও জিপিএ-৪ পাওয়া মেধাবী ৫২ শিক্ষার্থীকে সংবর্ধনা ও এককালীন শিক্ষাবৃত্তি দেয়া হয়েছে।

বুধবার বিকেল চারটায় উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশ কলাপাড়া শাখার আয়োজননে সংস্থার কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানে তাদের হাতে শিক্ষাবৃত্তির চেক ও তুলে দেয়া হয়।

হীড বাংলাদেশ’র নির্বাহী পরিচালক আনোয়ার হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. ফাতেমা হেরেন। বিশেষ অতিথির বক্তব্য দেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি হুমায়ুন কবির প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১০ শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও এককালীন পাঁচ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি ও জিপিএ-৪ প্রাপ্ত ৪২ শিক্ষার্থীকে ক্রেস্ট ও চার হাজার টাকা করে শিক্ষা বৃত্তি দেয়া হয়।

সংস্থার নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন জানান, হীড বাংলাদেশ’র সুফলভোগী পরিবারের মেধাবী এ শিক্ষার্থীদের শিক্ষা জীবনে যাতে কোনো প্রতিবন্ধকতা না আসে সেজন্য এ শিক্ষাবৃত্তি দেয়া হয়েছে। ভবিষ্যতে শিক্ষা জীবন শেষে শিক্ষার্থীদের কর্মসংস্থানেরও আশ্বাস দেন তিনি।

সভা শেষে হীড বাংলাদেশ’র কলাপাড়া শাখা আনুষ্ঠানিক উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, সরকারি-বেসরকারি কর্মকর্তা ও বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।