দাখিলে নকল: ৮ শিক্ষার্থী বহিস্কার ও ৯ শিক্ষককে অব্যাহতি | এসএসসি/দাখিল নিউজ

দাখিলে নকল: ৮ শিক্ষার্থী বহিস্কার ও ৯ শিক্ষককে অব্যাহতি

নকল করা ও নকলে সহায়তার দায়ে এই ১৭ জন শিক্ষার্থী-শিক্ষককে দণ্ড দেওয়া হয়।

#পরীক্ষা #শিক্ষক #শিক্ষার্থী

চলমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের তৃতীয় দিনের পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার দায়ে ৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও কেন্দ্র সচিব এবং সুপারসহ ৯ জন শিক্ষককে পরবর্তী সব পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঝালকাঠির নলছিটি উপজেলার হদুয়া বৈশাখিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে দাখিলের গণিত পরীক্ষা চালাকালে এসব ঘটনা ঘটে। নকল করা ও নকলে সহায়তার দায়ে এই ১৭ জন শিক্ষার্থী-শিক্ষককে দণ্ড দেওয়া হয়।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম জানান, পরীক্ষার কেন্দ্রে নকলসহ সব ধরনের অসদুপায় প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। কোনো কেন্দ্রে অনিয়ম পেলে, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

উল্লেখ্য, এবছর চলমান এসএসসি ও দাখিল পরীক্ষায় হদুয়া বৈশাখিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রটিতে ১২টি মাদরাসার ৩২৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন।

#পরীক্ষা #শিক্ষক #শিক্ষার্থী