সাভারে এসএসসি পরীক্ষায় দায়িত্বে অবহেলা করার অভিযোগে কেন্দ্র সচিবসহ মোট আট শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকার।
তিনি বলেন, সোমবার (২১ এপ্রিল) গণিত পরীক্ষা চলাকালে সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের চুক্তিভিত্তিক সহকারী শিক্ষক এনাম আহমেদ ও আনিছ মেমোরিয়াল স্কুলের সহকারী শিক্ষক তমাল হোসেনকে সতর্ক করা সত্ত্বেও বোর্ডের নিয়ম ভঙ্গ করে পরীক্ষার হলে অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে প্রবেশ করে হাতেনাতে ধরা পড়ায় এবং বেগুনবাড়ি উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক আল মাহমুদ, গোপালবাড়ি নবীন প্রগতি স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক, কামরুন্নাহার রুমি, বাড্ডা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক, ইমরান হোসেন, ভাকুর্তা ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক, নুপুর মল্লিক ও একই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক, রাশিদা বেগমকে পরীক্ষা হলে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে পাবলিক পরীক্ষা পরিচালনা বিধান লঙ্ঘন করায় তাৎক্ষণিকভাবে তাদের পরীক্ষা কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়।
এ ছাড়া কেন্দ্রটিতে সাত শিক্ষকের দায়িত্ব পালনে অবহেলা পরিলক্ষিত হওয়ায় সাভার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম রফিকুজ্জামানকে কেন্দ্র সচিব পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।