জাবি ছাত্রদলের কমিটি বিলুপ্ত করাসহ ৫ দাবি একাংশের | বিশ্ববিদ্যালয় নিউজ

জাবি ছাত্রদলের কমিটি বিলুপ্ত করাসহ ৫ দাবি একাংশের

বর্তমান জাবি ছাত্রদলের কমিটির একাধিক অনৈতিক, দুর্নীতিগ্রস্ত ও নিয়মবহির্ভূত কর্মকাণ্ড সংগঠনের আদর্শ ও নীতিকে প্রশ্নবিদ্ধ করছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রদলের বর্তমান কমিটির নানা অপকর্ম তুলে ধরে কমিটি বিলুপ্ত করাসহ পাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে একাংশের নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত সাড়ে দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় সংবাদ সম্মেলন করেন নেতা-কর্মীরা। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহিদ সালাম বরকত হলের সামনে গিয়ে কর্মসূচি শেষ করেন তারা।

সংবাদ সম্মেলনে তারা পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- অবিলম্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা; দলীয় আদর্শ, সাংগঠনিক দক্ষতা ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব দিয়ে নতুন কমিটি গঠন করা, ভ্যাকসিনেশন কর্মসূচির অর্থ কেলেঙ্কারির তদন্ত করে দোষীদের সাংগঠনিকভাবে বহিষ্কার করা; কমিটির সকল সদস্যদের যাচাই-বাছাই করে ছাত্রদলের আদর্শবিরোধী কোনো ব্যক্তি যাতে না থাকতে পারে তা নিশ্চিত করা এবং ছাত্রদলের ভাবমূর্তি রক্ষার্থে প্রয়োজনীয় সংস্কার প্রক্রিয়া শুরু করা।

সংবাদ সম্মেলনে নেতা-কর্মীরা বলেন, বর্তমান জাবি ছাত্রদলের কমিটির একাধিক অনৈতিক, দুর্নীতিগ্রস্ত ও নিয়মবহির্ভূত কর্মকাণ্ড সংগঠনের আদর্শ ও নীতিকে প্রশ্নবিদ্ধ করছে। এ প্রেক্ষিতে আমরা জোরালোভাবে দাবি জানাচ্ছি এই ব্যর্থ ও বিতর্কিত কমিটির তাৎক্ষণিক বিলুপ্তি ও একটি যোগ্য, কার্যকর এবং স্বচ্ছ নতুন কমিটি গঠনের।

প্রসঙ্গত, সংবাদ সম্মেলনে বর্তমান কমিটির দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ড তুলে ধরা হয়। সেগুলো হলো ভ্যাকসিনেশন কর্মসূচিকে ঘিরে অর্থ কেলেঙ্কারি ও ক্ষমতার অপব্যবহার, বর্তমান ১৭৭ সদস্যের কমিটিতে ১৩ জনের ছাত্রলীগ সংশ্লিষ্টতা, কেন্দ্রীয় নির্দেশনা থাকা সত্ত্বেও ৯০ দিন অতিক্রম করে ফেললেও কাউন্সিল বা পুনর্গঠন প্রক্রিয়ার কোনো উদ্যোগ না নেয়া এবং কেন্দ্রের সাথে সমন্বয়হীনতা ও দায়িত্ব এড়ানোর প্রবণতা।